গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ, মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জৈনপুরী খানকা ব্রীজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও মিছিলে ছাত্র অধিকার পরিষদের সাথে সংহতি প্রকাশ করে গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও অংশ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, গলাচিপা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদ ইমরান, সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, আমরা সরকারের পক্ষ থেকে চিকিৎসার দাবি করছি না, প্রয়োজনে তার পরিবারই বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে। আমাদের দাবি হলো—আগামী ১২ ঘণ্টার মধ্যে সেনা বা যে-ই হোক হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসাথে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। নইলে ২৪-এর বিপ্লবীরা আপনাদেরও জবাব দিতে জানে, যেমনটা ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। চট্রগ্রামে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় পথসভা থেকে।
এআই