ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার মূল্যে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে টানতে চলেছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড থেকে তাঁকে আনতে ক্লাবটি ব্যয় করছে প্রায় ১৭৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা)।
এর আগে চলতি দলবদল মৌসুমেই জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে ফ্লোরিয়ান ভার্টজকে ১৫৩ মিলিয়ন ডলারে দলে ভিড়িয়েছিল অল রেডরা। নতুন করে ইসাককে দলে টেনে তারা আবারও গড়তে চলেছে ট্রান্সফারের নতুন ইতিহাস।
দলবদলের শেষ দিনে, লিভারপুল ইসাকের সঙ্গে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। তাদের এক প্রতিবেদনেবেলা হয়েছে আজই সুইডিশ এই স্ট্রাইকার অ্যানফিল্ডে পা রাখবেন, যেখানে তাঁর মেডিকেল পরীক্ষা ও চুক্তিপত্রে সইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।
গত মৌসুমে নিউক্যাসলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন ইসাক। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে তিনি করেন ২৩ গোল ও ৬ অ্যাসিস্ট। তবে চলতি মৌসুম শুরুর আগ থেকেই ক্লাবের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ না নেওয়া, এশিয়া সফরে না যাওয়া এবং রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অনুশীলনে অংশ নেওয়া—সবই তার দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছিল। এছাড়াও গত মাসে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘নিউক্যাসলের সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ।’
তবে নিউক্যাসল ইসাককে ছাড়তে বড় অংকের ট্রান্সফার ফি বেধে দিয়েছিল। প্রথমদিকে নিউক্যাসল ইসাককে ছাড়তে নারাজ থাকলেও লিভারপুলের ১৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে অবশেষে রাজি হয় তারা।
প্রসঙ্গত, এ মৌসুমে লিভারপুল এরই মধ্যে হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জিওভান্নি লিওনি এবং ভার্টজকে দলে টানতে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করেছে।
আরডি