সেপ্টেম্বরের ফিফা উইন্ডেোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হবে এ দুই ম্যাচ। এ ম্যাচের জন্য এরই মধ্যে নেপাল দল ঘোষণা করলেও এখনও দল চূড়ান্ত করেনি বাংলাদেশ।
বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা অবশ্য দল ঘোষণা না করার পেছনে যথেষ্ট কারণও ছিল। বসুন্ধরা কিংসের ১০ ফুটবলারকে পাচ্ছিলেন না। বসুন্ধরা কিংস জানিয়েছিল, ম্যাচ শুরুর ৭২ ঘণ্টা আগে ফুটবলারদের ছাড়পত্র দেবে তারা। তবে শেষমেষ বাফুফের অনুরোধে এর আগেই ফুটবলারদের ছাড়পত্র দিয়েছে কিংস।
জানা গেছে, গতকাল রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার। ফলে কিছুটা স্বস্তি এসেছে কাবরেরার মনে।
তবে স্বস্তি ফিরলেও পুরোপুরি নির্ভার হওয়ার সুযোগ নেই এই স্প্যানিশ কোচের। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে লেস্টার সিটির অধিনায়ক হামজা বার্মিংহামের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু সেই চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়।
এদিকে বাফুফে আগেই বলেছিল হামজা ইংল্যান্ড থেকে নেপালে যাবেন। ওখান থেকে খেলে ইংল্যান্ড ফিরে যাবেন। তবে নতুন করে চোটে পড়ায় এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গেছে।
এমন পরিস্থিতিতে কোচ হ্যাভিয়ের কাবরেরাকে হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে। জাতীয় ফুটবল দলের একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত হামজা যদি দলের সাথে যোগ না দেন তবে তার জায়গায় কাকে খেলাবেন তা চূড়ান্ত করে রেখেছেন কোচ। যদি হামজা আসেন তাহলে এক রকম, না আসলে অন্য পরিকল্পনা।
আরডি