এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    নেপালের বিপক্ষে অনিশ্চিত হামজা চৌধুরী

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

    নেপালের বিপক্ষে অনিশ্চিত হামজা চৌধুরী

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

    সেপ্টেম্বরের ফিফা উইন্ডেোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হবে এ দুই ম্যাচ। এ ম্যাচের জন্য এরই মধ্যে নেপাল দল ঘোষণা করলেও এখনও দল চূড়ান্ত করেনি বাংলাদেশ।

    বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা অবশ্য দল ঘোষণা না করার পেছনে যথেষ্ট কারণও ছিল। বসুন্ধরা কিংসের ১০ ফুটবলারকে পাচ্ছিলেন না। বসুন্ধরা কিংস জানিয়েছিল, ম্যাচ শুরুর ৭২ ঘণ্টা আগে ফুটবলারদের ছাড়পত্র দেবে তারা। তবে শেষমেষ বাফুফের অনুরোধে এর আগেই ফুটবলারদের ছাড়পত্র দিয়েছে কিংস।

    জানা গেছে, গতকাল রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার। ফলে কিছুটা স্বস্তি এসেছে কাবরেরার মনে।

    তবে স্বস্তি ফিরলেও পুরোপুরি নির্ভার হওয়ার সুযোগ নেই এই স্প্যানিশ কোচের। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে লেস্টার সিটির অধিনায়ক হামজা বার্মিংহামের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু সেই চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়।

    এদিকে বাফুফে আগেই বলেছিল হামজা ইংল্যান্ড থেকে নেপালে যাবেন। ওখান থেকে খেলে ইংল্যান্ড ফিরে যাবেন। তবে নতুন করে চোটে পড়ায় এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গেছে।

    এমন পরিস্থিতিতে কোচ হ্যাভিয়ের কাবরেরাকে হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে। জাতীয় ফুটবল দলের একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত হামজা যদি দলের সাথে যোগ না দেন তবে তার জায়গায় কাকে খেলাবেন তা চূড়ান্ত করে রেখেছেন কোচ। যদি হামজা আসেন তাহলে এক রকম, না আসলে অন্য পরিকল্পনা।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…