মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির অদূরে গাছে হেলান দেওয়া অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মণপাইকশা গ্রামের বাড়ির অদূরের গাছতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কাজী মামুন (৭০) ওই গ্রামের প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই বৃদ্ধ গতকাল রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরে আজ সকালে স্থানীয়রা নিজ বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে হেলান অবস্থায় দেখতে পান। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা উঠে আসবে।
এইচএ