লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।
সোমবার (০১ সেপ্টম্বর) সকালে ইয়েমেনি সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।
ইরানি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায়, ‘আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরাইলি তেল ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছি।’
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের (হামাস) সমর্থন এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংঘটিত গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়ায় এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচলের উপর অব্যাহত নিষেধাজ্ঞার উপর জোর দেওয়ার জন্য, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনী উত্তর লোহিত সাগরে একটি ইসরাইলি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে।’
তিনি বলেন, ‘এই অভিযানে সরাসরি জাহাজকে লক্ষ্য করা হয়েছে।’
সারি আরও বলেন, ‘যুদ্ধের সমাপ্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে অবরোধ তুলে নেওয়া ছাড়া এসব অভিযান কখনোই থামবে না।’
এর আগে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সৌদি আরবের লোহিত সাগর বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাংকার বিস্ফোরণের খবর দিয়েছে।
এমআর-২