এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

    ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

    দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় উপহার দিয়েছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার মানুষরা। তার অবসরকে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় জানানো হয়।

    হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার ইবতেদায়ীর সহকারি শিক্ষক পদে দীর্ঘ ৪১ বছর কর্মরত ছিলেন।

    সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও নানা উপহার দিয়ে সম্মানিত করা হয় তাঁকে।

    প্রিয় শিক্ষককে বিদায় জানাতে ছুটে আসেন মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার মানুষ। কেউ স্মৃতিচারণ করেন, কেউ আবার ‘হুজুর’-এর সঙ্গে সেলফি তুলে ধরে রাখেন জীবনের এক বিশেষ মুহূর্ত।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হাফেজ মাওলানা কাজী আবুল কালাম শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে পথপ্রদর্শক, অভিভাবক ও প্রেরণার উৎস। চার দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও মমতায় তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আলোয় আলোকিত করেছেন।’

    মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আব্দুল হান্নান বলেন, ‘বিদায়ী শিক্ষক ছাত্রজীবন থেকেই এলাকায় কোরআন শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। পরে চারপীর আউলিয়া মাদ্রাসায় শিক্ষকতায় যোগ দিয়ে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে টানা ৪১ বছর দায়িত্ব পালন করেছেন। এ উপলক্ষে তাঁকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকরা উৎসাহিত হন।’

    দিনব্যাপী আয়োজনে শেষে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তাঁকে বিদায় জানান। এরপর এক ব্যতিক্রমী আয়োজনে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়ে কয়েক কিলোমিটার দূরের বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় এলাকার মানুষও ভালোবাসায় ভাসিয়ে দেন প্রিয় শিক্ষককে।

    কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক আবুল কালাম বলেন, ‘মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে শিক্ষকতা শুরু করি। টানা ৪১ বছর এ মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আজকের এ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’

    বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. ওসমান গণি, নুর মুহাম্মদ, হাজী মো. ইউনুছ, লুৎফর এনাম চৌধুরী, মো. নাছির, আবু ছৈয়দ সাওদাগর, মো. সামশুল আলম প্রমুখ।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…