পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি আলোচিত মধুচক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোররাতে নাটোর জেলার কাছিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাগর চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট মহল্লার তয়জুল ইসলামের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম।
সম্প্রতি চাটমোহরে মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন এবং বিক্রি, বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইলসহ বেশ কিছু অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সকল মধুচক্রের সদস্যদের আটক করে শাস্তি প্রদানের জন্য চাটমোহরের সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র জনতা গত কয়েকদিন যাবৎ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছিল।
এই মধুচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গত ৩০ আগস্ট প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সমস্ত উপজেলা ব্যাপী তুমুল আলোচনা সমালোচনার মধ্যে গত ৩০ আগস্ট শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে মধুচক্রের অন্যতম প্রধান নারী সদস্য রাকাকে আটক করে পুলিশ। মধুচক্রের প্রধান দুই হোতাকে আটকের খবরে চাটমোহরের সচেতন মানুষ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন। এর সাথে এই চক্রকে যারা পেছনে থেকে সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান এলাকার সচেতন মানুষ।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, ইতিমধ্যে আমরা এই মধুচক্রের অন্যতম নারী সদস্য রাকাকে আটক করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরপর আজ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর কাছিকাটা এলাকায় আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই চক্রের অন্যতম প্রধান সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআই