ভোলার চরফ্যাশন সামরাজ মাছঘাট থেকে সাগরে মাছ শিকার করতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৭ জেলে জীবিত উদ্ধার করা হলেও মিজানুর রহমান (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালকিনি জাগনার চরের নামক সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মিজানুর রহমান চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের রফিজলের ছেলে এবং ডুবে যাওয়া ট্রলারের মালিক একই এলাকার খোরশেদ মাঝি। উদ্ধার হওয়া জেলেরাও একই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
খোরশেদ মাঝি জানান, গতকাল শুক্রবার ৮ জন মাঝি মাল্লা নিয়ে সামরাজ ঘাট থেকে মাছ শিকারে সাগরে যান তারা। রাতে হঠাৎ করে বাতাস বৃদ্ধি পেয়ে সাগর উত্তাল হতে থাকে। পরে তারা মাছ ধরা বন্ধ রেখে তীরে ফিরে আসছিলেন। তীরে আসার পথে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। ট্রলারে থাকা সকলে পানিতে পড়ে সাঁতার কাটার কিছু সময় পর তাদের পাশে থাকা শাহাবুদ্দিন মাঝির ট্রলারটি এগিয়ে এসে তাদের ৭ জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন মিজানুর রহমান।
জেলেদের উদ্ধার করা শাহাবুদ্দিন জানান, রাতে হঠাৎ করে সাগর প্রচণ্ড উত্তাল হয়। পরে আমরা তীরে ফিরে আসার সময় খোরশেদ মাঝির ট্রলারটি ডুবে যেতে দেখে তাদের উদ্ধার করতে এগিয়ে আসি। ৭ জনকে জীবিত উদ্ধার করলেও মিজানকে খুঁজে পাইনি। উত্তাল ঢেউয়ে কিছুক্ষণ খোঁজার পর আমরা তীরে ফিরে আসি।
এদিকে, নিখোঁজ মিজানুর রহমানের বাড়িতে চলছে শোকের মাতম। বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। জীবিত উদ্ধার হওয়া জেলেদের অনেকে অসুস্থ হয়ে পড়ায় তাদের নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
এছাড়াও নিখোঁজ মিজানুর রহমানকে খুঁজতে সকালে সামরাজ ঘাট থেকে দুটি নৌকা ছেড়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত তাকে খুঁজে পাননি।
হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রশাসক হিসাবে দায়িত্বরত মোহাম্মদ নুরনবী জানান, নিখোঁজ মিজানুর রহমানকে উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এআই