ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) রাতের যে কোন সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রফিক ডুবাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আকিমজান ওই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজন হলেন- নিহতের স্বামী তোফাজ্জল হোসেন ও তার ছেলে রফিক ডুবাইয়ের স্ত্রী তানিয়া বেগম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গতকাল রাতে আকিমজান ও তার স্বামী তোফাজ্জল হোসেন এবং পুত্রবধূ তানিয়া বেগমসহ পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে, সকালে তার বড় নাতি দোকানের কাছে দৌড়ে গিয়ে তাদের ঘরে হামলা হয়েছে বলে স্থানীয়দের কাছে সহযোগিতা চান। এরপর স্থানীয়রা এসে গৃহবধূ আকিমজানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে এবং তার স্বামী ও ছেলের বউ তানিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ বলছে, বসতঘরটিতে ডাকাতি করার মত কোন আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরি করার জন্য ঘরের মধ্যে আগে থেকে কেউ ওঁৎ পেতে ছিলেন। আকিমজান রাতের খাবার না খাওয়ায় চুরি করার সময় বিষয়টি তিনি টের পাওয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথার সামনে ও পিছনে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে, তদন্ত চলছে। তবে, আহতদের জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এআই