চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট ও মিরসরাই পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পোকার বিস্তার, সৃষ্টি হচ্ছে মারাত্মক পরিবেশদূষণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বারইয়ারহাট পৌরসভার দক্ষিণ ইউ-টার্ন সংলগ্ন মহাসড়কের পাশে স্তূপাকারে জমে আছে ময়লার পাহাড়। এসব আবর্জনার মধ্যে রয়েছে পশুর নাড়িভুঁড়ি, মুরগির বর্জ্য, দুর্গন্ধযুক্ত পচা খাবার ও নানা ধরনের ময়লা-আবর্জনা।
স্থানীয় প্রবাসী কাওছার বলেন, 'সড়কের এ অংশে ইউ-টার্ন থাকায় গাড়ি স্লো করতে হয় কিংবা দাঁড়াতে হয়। কিন্তু এখানে এক মিনিট দাঁড়ানোও কষ্টকর হয়ে পড়ে। দুর্গন্ধে শ্বাস নেওয়া যায় না।'
রিকশাচালক মতিনের অভিযোগ, 'সকালে ময়লার কারণে একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এসব পৌরসভার দায়িত্বে থাকা লোকজনের অবহেলার ফল।'
আরেক পথচারী নারগিসের অভিমত, 'দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।'
মাওলানা আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পৌরসভার লোকজন ময়লাগুলো সড়কেই এনে ফেলে রেখে যাচ্ছে। দেখার কেউ নেই। আমরা দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার জানান, 'বর্জ্য অপসারণের জন্য কাজ শুরু হয়েছিল, তবে অজানা কারণে শেষ হয়নি। আশা করছি দ্রুত এর সমাধান হবে। আর বর্জ্য সড়কে আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
এআই