অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD) রোগে ভুগছেন বিটিএস তারকা জাংকুক। সোমবার (১ সেপ্টেম্বর) নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নিয়ে ভক্তদের এ কথা জানিয়েছেন এ সংগীতশিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় একটি মিউজিক ভিডিওর শুট করে দেশে ফেরার পর গায়ক এই তথ্য প্রকাশ্যে আনেন। এক ভক্ত লাইভ চলাকালীন তার অস্থিরভাবে নাড়াচাড়া করা নিয়ে মন্তব্য করলে জাংকুক সরল ভঙ্গিতে বলেন, ‘আমার এই স্বভাবটা আছে। আমি এভাবেই নড়াচড়া করি।’
ADHD বা Attention Deficit Hyperactivity Disorder একটি স্নায়ু-সংক্রান্ত রোগ। এর ফলে মনোযোগের অভাব, অতিরিক্ত অস্থিরতা ও আচরণ নিয়ন্ত্রণে সমস্যার মাধ্যমে প্রকাশ পায়। এটি সাধারণত ছোটবেলায় শুরু হয়, তবে অনেক ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বয়সেও রয়ে যায়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি অতিরিক্ত অস্থিরতা, এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা, মনোযোগের ঘাটতি, টাইম ম্যানেজমেন্টের সমস্যা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। তবে চিকিৎসা ও সঠিক কৌশলের মাধ্যমে অনেকেই এর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করেন।
জাংকুকের স্বীকারোক্তি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা তার প্রতি সমর্থন জানিয়ে লেখেন, এমন স্বাভাবিক ও খোলামেলা কথা বলার জন্য তিনি প্রশংসার যোগ্য।
একজন ভক্ত লেখেন, ‘জাংকুক যেমন স্বাভাবিকভাবে নিজের কথা বলেছেন, সেটাই তাকে আরও আপন করে তোলে। ADHD নিয়ে কথা বলা খুবই সাহসের ব্যাপার।’
আরডি