জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, এমপি সহ দলীয় নেতাকর্মীরা জনগণের রক্ত ঘামে কষ্টার্জিত সম্পদ লুটপাট করে, শোষণ করে বিদেশে পাচার করে এক একজন ভোগ বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী হাট মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গণঅভ্যুত্থানে জুলুমবাজ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আগামী ফেব্রুয়ারী মাসে জনগণের বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করলে ১৯ দফা ও ৩১ দফার আলোকে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।’
উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-১ (সদর উপজেলার আংশিক ও কাজিপুর উপজেলা) থেকে পুনরায় সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ উপজেলা) তে সংযুক্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে এই সংবর্ধনা দেওয়া হয়।
আরডি