যশোরে ১১ বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী শিশু একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। ঘটনার সময় আব্দুল মান্নান নামে এক ব্যক্তি ওই শিশুকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে নির্মাণাধীন ভবনের পিছনে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি খুলে বলে। পরিবারের লোকজন প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের জানান, ওই শিশুকে ভর্তির পর চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়।
ভিকটিমের পিতা জানান, তার মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করবেন।
এআই