দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সর্বজনীন কালি মন্দিরের পুকুর পাড়ে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা গেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি মন্দিরের পুকুর পাড় এলাকায় তা দেখেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক।
তিনি বলেন, বিরামপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি মন্দিরের পুকুর পাড়ে পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা গেছে, এ রকম একটা সংবাদ আমাদের কাছে আসে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এছাড়াও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সার্বিক বিষয়ে নজরদারী অব্যাহত আছে।
এনআই