অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। তাঁদের পক্ষে নির্বাচন যত বিলম্ব হবে, তত ষড়যন্ত্র বেশি হবে। সেই জন্যই এখন নির্বাচনের বিকল্প নেই। সবাই এখন একমত, দুই একটি দল পিআর পদ্ধতি বলছে। এ দেশের লোকেরা তো বোঝেনা পিআর কী জিনিস, সুতরাং তাদেরকে কেউ সমর্থন করে না, বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বুধবার (৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় হোমনায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখন আর ভোট ডাকাতি হবে না, আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন। স্বৈরাচার হাসিনার আমলে ১৭ বছর র্যালী তো দূরের কথা, আলোচনা করতে পারিনি। হাসিনার পতনের পরে গত বছর থেকে আমরা রাজপথে র্যালী করতে সক্ষম হয়েছি।
হোমনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি হোমনা ওভার ব্রিজ সংলগ্ন বিএনপি রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলু প্রমুখ।
এসআর