এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

    আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো: ডা. জাহিদ হোসেন

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

    বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ’আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, নির্ভয়ে দেবো, কেউ বাধা দিতে পারবে না।’ আমরা সেই দল করি যাদের পালিয়ে যেতে হয় না। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল, আওয়ামী লীগের মতো জনগণের ভয়ে পালিয়ে যাওয়ার দল নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। উপজেলার একাত্তর মঞ্চ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়।

    আ.লীগের মতো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এই বাংলার মাটিতে টিকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আজকে যে আমাদের মেয়েরা স্কুলে যাচ্ছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা খরচে পড়াশোনা করতে পারছেন, সংসদীয় গণতন্ত্র এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান রয়েছে, এসবই চালু হয়েছিল খালেদা জিয়ার বিএনপির আমলে।

    তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা অনেক কুৎসা রটিয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও বহু ষড়যন্ত্র হয়েছিল। তবে আল্লাহর অশেষ রহমতে যারা ষড়যন্ত্র করেছিল, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, আর দেশনেত্রী খালেদা জিয়া এখনও নেতাকর্মী এবং দেশের সাধারণ জনগণের পাশে রয়েছেন।

    এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্ববায়ক ফিরোজ কবির শাহীসহ অনেকে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…