এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

    আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

    ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। এই দেশগুলো হলো—আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা।

    ফিফার ডিসিপ্লিনারি কমিটির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এই দেশগুলোর সমর্থকরা বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার (বাংলাদেশি অর্থে ২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা হয়েছে আলবেনিয়ার। ফিফার মতে, ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা খেলার নীতির পরিপন্থী।

    সবশেষ, গত ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে বৈষম্য ও বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার (বাংলাদেশি অর্থে ১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

    অন্যান্য দেশগুলোর মধ্যে চিলিকে ১ লাখ ৪৩ হাজার ডলার, কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার, সার্বিয়াকে ৬২ হাজার ডলার এবং বসনিয়া হার্জেগোভিনাকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব সদস্য দেশকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ‘প্রতিরোধ পরিকল্পনা’ প্রণয়নের আহ্বানও জানিয়েছে ফিফা।

    এর বাইরে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন অ্যান্তোনিও রুডিগার। তবে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাবটির খেলোয়াড় গুস্তাভো ক্যাব্রালের বিপক্ষে রিয়াল তারকার অভিযোগ নিয়ে প্রমাণ পায়নি ফিফা।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…