এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী কোপা মাসুদ দুই সহযোগীসহ গ্রেপ্তার

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

    সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী কোপা মাসুদ দুই সহযোগীসহ গ্রেপ্তার

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

    সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ। একইসঙ্গে তার সহযোগী শেখ বাদশা ও এক মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার 'কোপা মাসুদ' ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাখুলা গ্রামের তাইজেল হোসেনের ছেলে।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সজিব।

    তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাসুদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও একটি চাপাতি এবং অপর এক মাদকসেবী জুয়েল রানা নামে ব্যক্তির কাছ থেকে একটি গাঁজা সেবনের কলকি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    মেজর সজিব আরও জানান, কোপা মাসুদ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ নানা অপরাধের অভিযোগ।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসুদের কারণে এলাকাবাসী ও ব্যবসায়ীরা নিরাপদে চলাফেরা বা ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। এমনকি গত ৫ আগস্টের পর থেকে তিনি কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, যৌথবাহিনীর অভিযানে বুধবার রাতে তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…