রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফাহমিন (১৯-২০ সেশন) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিনোদনপুর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহমিন তাঁর বন্ধু মিরাজের মোটরসাইকেলের পেছনে বসে বিনোদনপুর গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে গেলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফাহমিন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহমিনের বাড়ি ঢাকায়।
দুর্ঘটনার বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, ‘পুরো দোষ অটোরিকশাওয়ালার। বাইকটি সোজা আসছিল, কিন্তু অটোরিকশাটি হঠাৎ করে উল্টো দিকে ঘুরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।’
ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফাহমিনকে মৃত ঘোষণা করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এআই