এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে আটক ১

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

    নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে আটক ১

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

    নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে অমিতাভ বিশ্বাস (৩৫) নামে এক ভূয়া সাংবাদিক পরিচয়ধারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) আটকের পর তাকে কোর্টে সোপর্দ করা হয়।

    আটককৃত অমিতাভ খালিয়াজুরী উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে।

    পুলিশ জানায়, অমিতাভ বিশ্বাস গত (৩ সেপ্টেম্বর) বুধবার সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে 'দৈনিক আমার সংবাদ' পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তার কাছে অনৈতিক সুবিধা চায়। সুবিধা দিতে অপারকতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে দুজনের বাকবিতণ্ডা হয়। পরে অফিসের অন্যান্য স্টাফরা এসে তাদের অফিস থেকে বের করে দেয়।

    বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল হায়দার দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসলে অমিতাভ তার উপর হামলা চালায়। অফিস প্রাঙ্গণে থাকা গাছের একটি ডাল ভেঙে তাকে বেধরক প্রহার করে। তার আর্তচিৎকারে অফিসের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে অমিতাভকে আটক করে।

    মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান করা ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তাকে আটকও করেছি। আটককৃতকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

    এ ব্যাপারে 'দৈনিক আমার সংবাদ' পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেন জানান, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন অফিসে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে আসার খবর পেয়েছি। শিক্ষা অফিসের ঘটনায় অফিসকে অবহিত করলে অফিস জানায়, এমন কাউকেই চেনেনা। এই অমিতাভ বিভিন্নভাবে পত্রিকার ভূয়া সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম করে আসছিলো। পুলিশ তাকে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগের মামলায় আটক করেছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…