এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী বছরের নভেম্বরে ভারতে আয়োজিত হকি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেল তারা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতের বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দলের হয়ে গোলের খাতা খুলেন আশরাফুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন।
তৃতীয় কোয়ার্টারে আবারও স্কোরশিটে নাম লেখান রোমান সরকার। এর কিছু পরেই তায়েব আলীর স্টিকে আসে পঞ্চম গোল। ম্যাচের ৩৭তম মিনিটে একটি গোল শোধ করে কাজাখস্তান, তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এশিয়া কাপে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করেছে।
উল্লেখ্য, শুরুতে এই আসরে বাংলাদেশের খেলার কথা ছিল না। কিন্তু নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যার কারণে পাকিস্তান দল নাম প্রত্যাহার করে নিলে সুযোগ আসে বাংলাদেশের সামনে। একই কারণে ওমান অংশ না নেওয়ায় তাদের জায়গা নেয় কাজাখস্তান। এমন সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে বড়সড় অর্জন এনে দিল জহিরুল ইসলাম রাজনের দল।
আরডি