ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোশিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদকে বিপুল ভোটে পরাজিত করেছেন তিনি।
কোয়াবের সভাপতি পদের নির্বাচনে মিঠুন পেয়েছেন ১৫৪ ভোট। সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ পেয়েছেন ৩৪ ভোট। ১২০ ভোটের ব্যবধানে জিতেছেন মিঠুন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে কোয়াবের ভোটগ্রহণ। ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বাকি ৮ পদে ভোটাভুটির প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই ৮ পদে একজন করে প্রার্থী জয়লাভ করেন।
মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন কোয়াবের ২ বছর মেয়াদী এবারের কমিটির বাকি সদস্যরা হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। তাদের মধ্যে শান্ত, মিরাজ, আকবর, শুভ, শুক্কুর ও ইমরুল এখনও খেলছেন।
আরডি