এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চূড়ান্ত আসন পুনর্বিন্যাস, কুমিল্লার সীমানা বিতর্ক রয়েই গেলো

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

    চূড়ান্ত আসন পুনর্বিন্যাস, কুমিল্লার সীমানা বিতর্ক রয়েই গেলো

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী প্রাথমিক তালিকার ওপর প্রাপ্ত আপত্তি, দাবি, সুপারিশ ও মতামত পর্যালোচনা শেষে এবং প্রকাশ্য শুনানি গ্রহণ করে কমিশন চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছে।

    চূড়ান্ত তালিকা অনুযায়ী কুমিল্লা জেলার সংসদীয় আসনগুলোর সীমানায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কুমিল্লা-১ আসন এখন দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত। কুমিল্লা-২ আসনে অন্তর্ভুক্ত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা। কুমিল্লা-৩ আসন নির্ধারিত হয়েছে মুরাদনগর উপজেলা, আর কুমিল্লা-৪ আসন দেবীদ্বার উপজেলা নিয়ে। অন্যদিকে, কুমিল্লা-৫ আসন গঠিত হয়েছে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা দিয়ে।

    কুমিল্লা-৬ আসন রাখা হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা ও সদর দক্ষিণ উপজেলা মিলিয়ে। কুমিল্লা-৭ আসন চান্দিনা উপজেলা, কুমিল্লা-৮ আসন বরুড়া উপজেলা, কুমিল্লা-৯ আসন মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা এবং কুমিল্লা-১০ আসন নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এছাড়া কুমিল্লা-১১ আসন নির্ধারণ করা হয়েছে এককভাবে চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে।

    এর আগে ৩০ জুলাই প্রকাশিত প্রাথমিক তালিকা নিয়ে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও নাগরিক মহল থেকে বিভিন্ন প্রস্তাব ও আপত্তি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে ১৮ আগস্ট পর্যন্ত এসব দাবির ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তথ্য-উপাত্ত এবং শুনানিতে উপস্থাপিত যুক্তি বিশ্লেষণ করে কমিশন নতুন এই তালিকা প্রকাশ করে।

    এদিকে আসন পুনর্বিন্যাস তালিকা প্রকাশিত হওয়ার পরপরই আবারো বিতর্ক শুরু হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক নেতা জানান, কুমিল্লা সদর আসন আগেই অনেক বড় ছিলো, এর মাঝে সদর দক্ষিণ যুক্ত হয়ে এই এক আসনের ভোটার এখন ৬ লক্ষের উপরে হয়ে যাবে। এত ভোটার একটি আসন, এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা বলার অপেক্ষা রাখে না।

    এদিকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট ৩০০ আসনের পুনঃনির্ধারিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংযুক্ত থাকবে।

    আসনবিন্যাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক চললেও ইসি মনে করছে, এই চূড়ান্ত তালিকা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। কমিশন এখন সকল রাজনৈতিক দল ও অংশীজনকে নির্বাচনকে সামনে রেখে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…