সোনারগাঁয়ে কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর সিসিক এলাকার তিন তলা বাড়ির নিচ তলায় ঘটনাটি ঘটে। গুরুতর দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), এবং তাদের তিন কন্যা মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।
এ বিষয়ে সবিনয় দাস জানান, ভাড়া থাকা ওই পরিবারটি বাসার নিচ তলায় বসবাস করতেন। ভোরে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় একটি বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণ ঘটে। এমন ঘটনায় তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধদের সম্পর্কে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ৫ (পাঁচ) জনকে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনআই