ইউএস ওপেনের নারী এককে নেয়োমি ওসাকাকে হারিয়ে ফাইনালে উঠলেন মার্কিন টেনিস তারকা আমান্ডা অ্যানিসিমোভা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসরের সেমিফাইনালে মুখোমুখি হন এই দুই তারকা। ম্যাচের প্রথম দুই সেটে দারুণ লড়াই করলেও তৃতীয় সেটে ছন্দ হারান ওসাকা।
এদিকে সুযোগ কাজে লাগিয়ে খেলার পরবর্তী অংশে আধিপত্য দেখান আমান্ডা। ম্যাচটি শেষ হয় ৭-৬ (৭-৪), ৬-৭ (৩-৭), ৩-৬ গেমে।
ফাইনালে ওঠা আনিসিমোভা বলেছেন, ‘শেষ পর্যন্ত জিততে পারব কি না, নিশ্চিত ছিলাম না। আমি অনেক চেষ্টা করেছি। দারুণ লড়াই হয়েছে। এটা আমার কাছে অনেক বড় কিছু। আমি এখন সেটা উপলব্ধি করার চেষ্টা করছি। এটা যেন একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে, কিন্তু এখন আমি ফাইনালে আছি এবং এতেই রোমাঞ্চিত।’
এদিকে গতকাল রাতে আরেক সেমিফাইনালে জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে এই আনিসিমোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে। রোববার ইউএস ওপেনের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন আমান্ডা।
আরডি