এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

    বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

    বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র দেশের জন্য নয়, এটি শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারেক রহমানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের আরো বেশি সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি মাঠে অনুষ্ঠিত সভায় মাহবুবের রহমান শামীম বক্তব্যে বলেন, ‘বিগত ১৬-১৭ বছর ধরে বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে। যদিও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও গণতন্ত্র সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি, তবুও এই যুদ্ধে বিএনপিই একমাত্র সক্রিয় রাজনৈতিক দল।’

    তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে গণতন্ত্র এবং নির্বাচন নিশ্চিত করতে বিএনপিকে আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে।’

    সম্মেলনের সভাপতিত্ব করেন রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু। উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান এবং বিএনপি নেতা এডভোকেট হারুনুর রশিদ বেপারি প্রমুখ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…