বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে তার মাঝেই বুধবার (২৭ আগস্ট) দু'জনেই খুব জাঁকজমকের সঙ্গে তাদের বাড়িতে একসাথে দেখা গেছে। সেখানে সুনীতা দাবি করেন যে, তারা কখনও আলাদা হতে পারবেন না। তবে, গোবিন্দর আইনজীবী ললিত বিন্দাল নিজেই নিশ্চিত করেছিলেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
এদিকে এ নিয়ে দুজনের কেউই এখনও পর্যন্ত সরাসরি কিছু বলেননি এতদিন। অবশেষে কালার্স টিভির রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর ওহ’-তে এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীতা।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সুনীতা বলেন, ৪০ বছর একসঙ্গে কাটানো কি সহজ ব্যাপার? প্রত্যেক মানুষই জীবনে ভুল করে। তবে সব কিছুরই একটা সময় থাকে। আমি যৌবনে কিছু ভুল করেছি, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার এত বড় সন্তান আছে, তখন কীভাবে আবার ভুল হতে পারে?
শোতে উপস্থিত অভিনেতা অভিষেক কুমার তাকে জিজ্ঞেস করেছিলেন, স্বামী-স্ত্রী সম্পর্ক নিয়ে যখন নানা গুজব রটছে, তখন তিনি কী বলতে চান। উত্তরে সুনীতা জানান, ভুল যে কারও জীবনে আসে, তবে তা দিয়ে সম্পর্কের ভিত্তি ভেঙে যায় না।
এর আগে বিচ্ছেদের জল্পনার মাঝেও গোবিন্দা ও সুনীতা একসঙ্গে গণেশ পূজা করেন। সুনীতা আহুজা তখন এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যদি কিছু ঘটত, তাহলে আজ আমরা এতো কাছে আসতাম না। আমাদের মধ্যে অবশ্যই কিছু দূরত্ব থাকত। কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং ঈশ্বরও উপর থেকে এলেও না। আমার গোবিন্দাশুধু আমার, অন্য কারোর নয়। আমরা নিজেরা কিছু না বলা পর্যন্ত দয়া করে এই নিয়ে আলোচনা করবেন না।’
অন্যদিকে, ২০২৫ সালের আগস্টে বিবিসিকে দেয়া এক বিবৃতিতে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘গত বছরের ডিসেম্বরে বিভিন্ন ধারায় গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা আহুজা। তবে, সবকিছু ঠিক আছে। দু’জনেই একটি সমঝোতায় আসতে চলেছেন। সুনীতা গোবিন্দর কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য যে কারণই দাবি করুক না কেন, এখন এই সমস্যা সমাধানের পথে।'
এদিকে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের খবরের প্রতিক্রিয়ায় তাদের মেয়ে টিনা আহুজা হিন্দুস্তান টাইমসকে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, এগুলি কেবল গুঞ্জন।