চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উসকানিমূলকভাবে ফেসবুকে পোস্ট দেওয়া ফটিকছড়ির আরিয়ান ইব্রাহিম (২০) নামে যুবককে আটক করা হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা থেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।
এর আগে, শনিবার দুপুরে চট্টগ্রামে জশনে জুলুসে যাওয়ার সময় হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবি সংযুক্ত অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে জশনে জুলুসের পক্ষে লিখেন। মুহূর্তে তাঁর পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারিতে সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, 'আমরা ইব্রাহিমকে আটক করেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এআই