এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৪৬

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

    ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ৪৬

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ১ লাখ ৭৫ হাজার হেক্টর কৃষিজমি।

    কর্তৃপক্ষ জানায়, পাঞ্জাবে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম এই বন্যায় রাজ্যের ২৩ জেলার ১ হাজার ৯৯৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ ৮৭ হাজার। হোশিয়ারপুর ও অমৃতসরে সর্বোচ্চ সাতজন করে নিহত হয়েছেন।

    ভারী বর্ষণ ও প্রতিবেশী হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকায় নদীর উজানে প্রবল স্রোতের কারণে পাঞ্জাবের শতদ্রু, বিয়াস ও রাভি নদীসহ মৌসুমি নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে।

    রাজ্যের অর্থমন্ত্রী হারপাল সিং চীমা একে ‘৫ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও গবাদিপশুরও বড় ধরনের ক্ষতি হয়েছে।

    এ পর্যন্ত ২২ হাজার ৮৫৪ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ২০০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সাত হাজারের বেশি মানুষ।

    এদিকে, বন্যার কারণ হিসেবে অবৈধ খননকে দায়ী করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে আক্রমণ করেছে আম আদমি পার্টি (আপ)। তারা অভিযোগ করেছে, বিজেপি নেতারা বন্যা দুর্গত এলাকায় গিয়ে শুধু ছবি তোলেন, কিন্তু কোনো আর্থিক সাহায্যের ঘোষণা দেন না।

    পাঞ্জাব সরকার জানায়, রাজ্যজুড়ে ২৪টি এনডিআরএফ দল, দুটি এসডিআরএফ দল এবং ১৪৪টি নৌকা দিয়ে উদ্ধারকাজ চলছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…