আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের নতুন আসর। এর আগেই খ্যাতনামা ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। এই তালিকায় বাংলাদেশের পক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
ক্রিকেট বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে এই অল-টাইম একাদশটি গঠন করা হয়েছে। সাকিব রয়েছেন একজন স্পিন অলরাউন্ডার হিসেবে, তার সাথে আছেন পাকিস্তানের প্রাক্তন তারকা শহিদ আফ্রিদিও।
এই দলে ভারত থেকে আছেন সর্বোচ্চ চারজন ক্রিকেটার। শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুজন এবং আফগানিস্তানের একজন খেলোয়াড়।
দলের উদ্বোধনী জুটিতে রয়েছেন শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনে। তিন নম্বরে খেলবেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। এরপর চার ও পাঁচ নম্বরে রয়েছেন সুর্যকুমার যাদব এবং দলের অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এরপর রয়েছেন শহিদ আফ্রিদি। আট নম্বরে রাখা হয়েছে আফগান স্পিনার রশিদ খানকে।
পেস বোলিং বিভাগে আছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে যুক্ত হয়েছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল।
এশিয়ার অল-টাইম টি-টোয়েন্টি একাদশ:
সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ খেলোয়াড়: সাঈদ আজমল।
আরডি