আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে দৃশ্যমান হবে শনি ও নেপচুন গ্রহ।
বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৭ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ, যা চলবে ৯ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। গ্রহণটি বাংলাদেশে স্থায়ী হবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।
এর মধ্যে পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, যা চলবে ১২টা ৫২ মিনিট পর্যন্ত। অর্থাৎ প্রায় ৮২ মিনিট ধরে চাঁদ আবৃত থাকবে রক্তিম ছায়ায়। যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
এই গ্রহণের সময় শুধু লাল চাঁদই নয়, তার পাশেই চোখে পড়বে সৌরজগতের আরও দুটি উজ্জ্বল গ্রহ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রক্তিম চাঁদের ঠিক পাশে দেখা যাবে হালকা হলুদ আভাযুক্ত একটি উজ্জ্বল বিন্দু, যা আসলে শনি গ্রহ। যদি আপনার কাছে একটি ছোট টেলিস্কোপ বা শক্তিশালী দূরবীন থাকে, তাহলে স্পষ্টভাবে শনির বলয়ও দেখা যেতে পারে।
এছাড়া চাঁদের আশপাশে নীল-সবুজ রঙের আরেকটি ঝলমলে বিন্দু দেখা যাবে, যেটি হচ্ছে নেপচুন গ্রহ। চাঁদের লাল আভা ও এই দুটি গ্রহের উজ্জ্বলতা মিলিয়ে তৈরি হবে এক চমৎকার মহাজাগতিক দৃশ্য।
পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম চাঁদ এবং পাশাপাশি শনি ও নেপচুনের এমন সম্মিলন খুবই দুর্লভ। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষ সরাসরি এই দৃশ্য দেখতে পারবে। মেঘমুক্ত আকাশ থাকলে চোখে দেখা যাবে অনায়াসে। তবে আপনি চাইলে বাইনোকুলার, টেলিস্কোপ, ক্যামেরা কিংবা স্মার্টফোনের সহায়তায় আরও ভালোভাবে উপভোগ করতে পারেন এই মহাজাগতিক শো।
এমন দুর্লভ মহাজাগতিক ঘটনা বারবার আসে না। তাই আজ রাতের জন্য প্রস্তুতি নিতে ভুলবেন না। আকাশ পরিষ্কার থাকলে চাঁদের রক্তিম রূপ আর গ্রহজগতের আলোর খেলা আপনাকে মুগ্ধ করবেই।
আরডি