এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

    ভোলায় নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায়ে বিএনপি নেতাসহ ৪ জন আটক করেছে পুলিশ।

    রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও ২০/২৫ জন উপস্থিত থেকে ভিডিও ধারণ করাসহ মাথার চুল কাটতে দেখা গেছে।

    ভিডিওতে অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কবিরকে বলতে দেখা যায়, 'এরা বহু আগে থেকেই অবৈধ কার্যকলাপ করছে। কয়েক মাস আগেও তাদের হাতেনাতে ধরা হয়েছে। তাই বিচার করেছি, চুল কেটে জুতার মালা দিয়েছি, এরপর তাদের বিয়ে হবে।'

    ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনরা এটিকে শেয়ার দিয়ে নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেটিজেনরা আরও বলছেন, এ ধরনের ঘটনা সমাজে নারী নির্যাতনের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।

    তবে, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

    এ ঘটনায় জড়িত চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…