ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ। মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বার নিউইয়র্কের গ্র্যান্ড স্লাম শিরোপা তুললেন স্প্যানিশ তারকা।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত মেগা ফাইনালে প্রতিপক্ষকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন এই স্প্যানিশ তারকা।
এদিন ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি কারণে নিরাপত্তা ম্যাচ শুরু করতে দেরি হয়েছে প্রায় আধাঘণ্টা। তবে আলকারাজের শৈল্পিক টেনিস ভুলিয়ে দিল সকল অব্যবস্থাপনা।
দ্বিতীয়বার ইউএস ওপেন জেতার মাধ্যমে আবারও টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আলকারাজ। সেপ্টেম্বর ২০২৩-এর পর এই প্রথম নাম্বার ওয়ান হলেন তিনি। অন্যদিকে, টানা ৬৫ সপ্তাহ শীর্ষে থাকার পর সিংহাসন হারালেন ইয়ানিক সিনার।
উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছেই আলকারাজ হেরেছিলেন মাস দুয়েক আগে। সেই প্রতিশোধ নিয়ে থামিয়ে দিলেন হার্ড কোর্ট গ্র্যান্ড স্লামে সিনারের টানা ২৭ ম্যাচের জয়যাত্রা।
উল্লেখ্য, দুজনের সবশেষ সাত লড়াইয়ের ছয়টিতেই জিতলেন এই স্প্যানিশ তারকা।