ক্রিকেটের মাঠে সাফল্যের পর এবার পর্দায় চমক দিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ভারতের সাবেক অধিনায়কের ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নতুন একটি ভিডিও টিজার সামনে আসার পর।
‘দ্য চেজ’ নামের অ্যাকশনধর্মী এই প্রজেক্টের টিজারে এক ঝলকে ধোনিকে দেখা গেছে কালো ইউনিফর্ম, সানগ্লাস ও হাতে বন্দুক হাতে এক টাস্কফোর্স অফিসারের ভূমিকায়। তাঁর পাশে ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আর. মাধবন।
মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, 'এক মিশন। দুই যোদ্ধা। তৈরি হও – শুরু হচ্ছে দারুণ এক তাড়া। দ্য চেজ – টিজার আউট এখনই। পরিচালনায় বাসন বালা। আসছে শিগগিরই।'
টিজার মুক্তির পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত। তবে একইসঙ্গে বিভ্রান্তও—এটা আসলে সিনেমা, নাকি ওয়েব সিরিজ, নাকি আবার কোনো বিজ্ঞাপন।
এর আগে, একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন ধোনি। এমনকি একটি তামিল সিনেমাতেও ক্যামিও চরিত্রে ছিলেন তিনি। কিন্তু এটিকে তার সবচেয়ে বড় অনস্ক্রিন উপস্থিতি মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ধোনিকে 'হিরো' বলে আখ্যায়িত করছেন, আবার অনেকে লিখছেন—'থালা ফর এ রিজন।'
প্রসঙ্গত, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে নিয়মিতই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে যাচ্ছেন তিনি। সবশেষ মৌসুমে সিএসকে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছিল, এবং এর জন্য তাকে দেওয়া হয়েছিল ৪ কোটি টাকা।
আরডি