ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত অনড় থাকায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখার সময় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া কোন শক্তি নাই এ সিদ্ধান্ত থেকে সরকারকে সড়াতে পারবে। আমি সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।' নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তোরণের পথ বেছে নেওয়া রাজনৈতিক দলগুলোকে তিনিও ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, 'আহ্বান জানাতে চাই ওই সমস্ত দলগুলোকে, যারা মনে করছেন নির্বাচন পেছালে তারা উপকৃত হবেন। কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবেন না, বন্ধুগণ। আমি সেজন্য বার বার বলছি, আবারও বলছি, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এজন্য সকলকে সচেতন ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে হবে।'
সংস্কার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, 'সংস্কার তো বিএনপি থেকে শুরু। প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি এবং তারেক রহমানের ৩১ দফা। এটাতো হলো সংস্কারের মূল ভিত্তি বিএনপি'র।'
এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সাত বছর আট মাস পর দলীয় সম্মেলন ঘিরে দিনভর উৎসবমুখর ছিল ঠাকুরগাঁও জেলা বিএনপি'র নেতাকর্মীরা। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই মির্জা ফয়সল আমিন এবং কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পয়গাম আলী।
এর আগে ২০১৭ সালে সম্মেলন হয়েছিল। তখন সভাপতি ছিলেন বিএনপি মহাসচিবের ভাই বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনিও মির্জা ফখরুলের ভাই।
এসআর