এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

    আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

    বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে। জয় অভিযোগ করেন, প্রাক্তন স্ত্রী লাইজু ফোনে তাকে কন্যাকে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে ওৎ পেতে থাকা লাইজু ও ৬-৮ জন কিশোর গ্যাং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। তবে স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যাচেষ্টা ব্যর্থ হয়। এ সময় কিশোর গ্যাং সদস্য সাকিলকে আটক করলে পুলিশকে খবর দেন জয়। পরে সাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে লাইজু বেগম, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

    জানা গেছে, ২০১৬ সালে জয় ও লাইজুর বিয়ে হয়। লাইজু গত ছয় বছর ধরে সৌদি আরব ও ওমানে ছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় গত ২৫ জুলাই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই লাইজু সাবেক স্বামীকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন বলে অভিযোগ।

    জয় বলেন, 'লাইজু ও তার ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যরা আমাকে হত্যার চেষ্টা করেছে। তারা আমার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনতাইও করেছে।'

    আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সাকিলের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…