এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

    নারী ভোটারদের উপস্থিতি বেশি: পর্যবেক্ষক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। তিনি বলেন, 'এখন পর্যন্ত আমি ঘুরে দেখলাম সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি।'

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    দুটি অভিযোগ এসেছে উল্লেখ করে খোরশেদুল আলম বলেন, 'একটি হলো নির্বাচনী প্রচারণা চলছে ১০০ মিটার মধ্যে। তবে আমি যেটা দেখেছি, তা হচ্ছে প্রার্থীরা তাদের প্যানেলের নাম ও তালিকার একটা শিট দিচ্ছেন, যেটা আসলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে না। কারণ সেখানে শুধু প্রার্থীদের নাম আর তালিকা রয়েছে, যেহেতু অনেকগুলো ভোট সেক্ষেত্রে মনে রাখার জন্য। যদি তারা তাদের ইশতেহার বা অন্য কিছু দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আচরণবিধি লঙ্ঘন হবে।'

    'এছাড়াও কিছু কিছু কেন্দ্রে অনেকেই অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করেছে বলে অভিযোগ পেয়েছি। এবার এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো', যোগ করেন তিনি।

    এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।

    এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

    ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…