এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

    কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।

    তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তাঁর নিজ জেলা বগুড়া নিয়ে যাওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    ড. নয়নের সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, 'তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে গেলেন। স্যার অমায়িক একজন শিক্ষক ছিলেন, তাঁর কথাবার্তা অনেক সুন্দর ছিল। তাঁর মৃত্যুতে শেকৃবি এক মেধাবী শিক্ষক ও গবেষককে হারালো।'

    ড. মোঃ হাফিজুর রহমান নয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি বায়োকেমিস্ট্রি এবং কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন ও কৃষি গবেষণা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

    শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, 'নয়ন আমার সরাসরি ছাত্র ও সহকর্মী ছিলেন। আমরা সকলে শোকাহত। ভবিষ্যতে যদি তার বাচ্চা এবং পরিবারের কোনো সহযোগিতা লাগে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।'

    এছাড়া শিক্ষক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    গত ৩রা আগস্ট ড. হাফিজুর রহমান নয়ন তার ফেসবুক পোস্টে লেখেন, 'জীবনে চলার পথে আমার কথায় বা আচরণে কেউ কখনো কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার জন্য মহান আল্লাহর কাছে দুয়া করবেন যেন তিনি আমার জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে দেন।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…