সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোষ শ্রীফলতলা গ্রামে বালু খেকোদের দৌরাত্ম্যে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা কেটে ফেলা হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে গ্রামের হাজারো মানুষ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। তবে তিনি সেখানে গিয়ে কাউকে পাননি। অভিযুক্তরা তার আগেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় নদী খননের নামে অবৈধভাবে বালু ও মাটি তুলে বিক্রি করে আসছিল। এতে সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি পরিবেশ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সম্প্রতি ওই চক্রটি মাটি কাটতে কাটতে গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটিও কেটে ফেলে, যা দিয়ে প্রতিদিন স্কুলগামী শিশু, কৃষক, রোগীসহ সাধারণ মানুষ যাতায়াত করতেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘আব্দুল আলীম নামের এক ব্যক্তি রাস্তা কাটার নেতৃত্ব দিয়েছেন। তাকে বারবার নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি। গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা কেটে বিক্রি করে দিয়েছে।’
অভিযুক্ত আব্দুল আলীম অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মাটি কাটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান জানান, ‘ঘোষ শ্রীফলতলা গ্রামের রাস্তা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু অভিযুক্তরা পালিয়ে যায়। একটি ভেকু মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এনআই