এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

    দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা পুরাতন বাজার মোড়ের ‘বন্ধু জুয়েলারী’ নামক দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তারা (৩৬) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার মাথায় নয়টি সেলাই লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুখে মাস্ক পরা ৩-৪ জন যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার দেখতে চায়। ব্যবসায়ী সঞ্জয় কুমার তাদের কানের দুল, চেইন, আংটি ইত্যাদি দেখাতে থাকেন।

    পরে তারা বিকাশ নম্বর বা অ্যাকাউন্ট নম্বর চাইলে সঞ্জয় জানান, তার কোনো নম্বর নেই, তবে পাশের বুথ থেকে টাকা তোলা সম্ভব। তখনই হঠাৎ একজন যুবক ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন।

    চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত সঞ্জয় কুমারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

    এ ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এবং দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পুলিশ জানায়, দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

    এই ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…