এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

    মেঘনায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে মেঘনা উপজেলায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

    বুধবার (১০ সেপ্টেম্বর) এ তালিকা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হয়।

    উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মেঘনা উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫৩১ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৩৪০ জন। তালিকা অনুযায়ী, উপজেলাটির ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ২১১টি। এছাড়াও, খসড়া তালিকা প্রকাশের পর ভোটকেন্দ্র নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিল করার সুযোগ রাখা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। এরপর অভিযোগ যাচাই–বাছাই করে ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। সবশেষে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

    উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    তিনি আরও জানান, প্রচারের স্বার্থে এ বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, থানার ওসি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে নোটিশ টানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…