এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীনগরীর মৃত্যু: আটক হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

    গাজীনগরীর মৃত্যু: আটক হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

    জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সন্দেহজনকভাবে আটক জমিয়তের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফ এম সাফায়েত সালাম আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এ সময় এম আব্দুল হাফিজের সর্বোচ্চ শাস্তির দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ করেন জমিয়ত নেতাকর্মীরা।

    বিক্ষোভে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার হোসাইন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের নেতা মাওলানা রুকন উদ্দীন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আরশাদ নোমান, যুবনেতা ত্বোহা হোসাইন প্রমুখ।

    বাদীপক্ষের আইনজীবী অ্যাড মাসুক আলম ও অ্যাড শেরেনুর আলী জানান, এটি পূর্ব পরিকল্পিত না রাজনৈতিক কোনো বিরোধে এই হত্যার ঘটনা ঘটেছে। এসব রহস্য উদঘাটনের জন্য আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    এর পূর্বে গত রবিবার রাতে দিরাই থানায় হাফিজের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার ভোরে সিলেট নগরী থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকেলে দিরাই আমল গ্রহণকারী আদালতে হাজির করা হলে বিচারক সাফায়েত সালাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিন পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করেছিলেন।

    উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জের গাজীনগরের বাড়িতে ফেরার পথে মদনপুর থেকে নিখোঁজ হন মুশতাক। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর উত্তাল হয়ে উঠে সুনামগঞ্জ জেলা। গাজীনগরী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, সুনামগঞ্জ-সিলেট সড়ক ব্লকেটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…