মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের তরমুগরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক মনিরুজ্জামান খান নিয়মিত সরকারি সভা-সমাবেশে উপস্থিত থাকেননি এবং অন্যান্য শিক্ষকদেরও উপস্থিত হতে দেননি। বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করে অনিয়ম করেছেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমির সঠিক হিসাব প্রদানে ব্যর্থতা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী আচরণবিধি ২০১৮ এর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা স্বাক্ষরিত অভিযোগনামায় এসব কর্মকাণ্ডকে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর আওতায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত কমিটি প্রভাবিত হয়ে একতরফাভাবে প্রতিবেদন দিয়েছে।’ তিনি দাবি করেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে তিনি সবসময় দায়িত্বশীল ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটি ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রতিহিংসার কারণে হয়েছে বলে মনে করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত শেষে বিভাগীয় মামলা করা হয়েছে এবং চার্জ গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান শিক্ষক তার আত্মপক্ষ সমর্থনের জন্য জবাব দিলেও কর্তৃপক্ষ সেটি গ্রহণযোগ্য মনে করেনি।
এসআর