খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর ইউপির ৫ নং ওয়ার্ডের কালানাল এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ মইনুল ইসলাম ভুট্টু (৩৭)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দুই হাতের কব্জি কেটে ফেলে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আহত মইনুল ইসলামের বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র, চুরি, ডাকাতি মামলা সহ ১২টি মামলা রয়েছে। ফলে হামলার পেছনে অতীতের মামলা বা শত্রুতার যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জামায়াতে ইসলামী’র প্রেস বিজ্ঞপ্তি-
ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি বিশেষ মহল জামায়াতে ইসলামী ও পানছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আহত আব্দুস সোবহানের ছেলে মইনুল ইসলাম ভুট্টুর সাথে জামায়াত সভাপতি জাকির হোসেনের কোনো সম্পৃক্ততা নেই। অথচ একটি চক্র জাকির হোসেনকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে সামাজিক বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, আহত ভুট্টুর বিরুদ্ধে অস্ত্র মামলা সহ ১২টি মামলা রয়েছে। এছাড়া আহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অভিযোগ মূলে ব্যবস্থা গ্রহণ করবো।
এসআর