চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই জনসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় ঈগল বাস ও দুটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হাশিমপুর এলাকার করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে মো. সেলিমের স্ত্রী শামিমা আক্তার, ময়মনসিংহের মোঃ শরিফ।
আহতরা হলেন- জকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, শরীফ, পলাশ, বেবি আক্তার ও মোঃ রহিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসটি দুটি নাম্বার বিহীন সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দশ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. মহিউদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা নিয়েছি। গাড়িগুলো জব্দ করা হয়েছে, কাউকে আটক করা সম্ভব হয়নি।
এআই