কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত অপহরণকারীকে অস্ত্রসহ আটক করে।
আটককৃত অপহরণকারী রমজান আলী কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মুজিবুর রহমানের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে একজন মহিলাকে অপহরণ করার খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করি। পুলিশ মহিলাকে অপহরণ করার ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ রমজান আলীকে আটক করতে সক্ষম হয়।'
তিনি আরো বলেন, 'আটককৃত অপহরণকারী রমজান আলী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হবে। এছাড়া আটককৃত রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
এনআই