লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার সঙ্গে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবের একটি নতুন দীর্ঘমেয়াদী চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া বাকি থাকলেও শিগগিরই মেসি কাগজে-কলমে চুক্তি নবায়ন করবেন। এরপর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের কাছে।
ইন্টার মায়ামিতে আসার শুরু থেকেই ক্লাব ও মেসি দু’পক্ষই পারস্পরিকভাবে দীর্ঘমেয়াদে একসঙ্গে পথ চলার আগ্রহ দেখিয়ে এসেছে। যদিও মাঝে ইউরোপে ফেরা বা অন্য কোনো লিগে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত তা আর বাস্তবতার মুখ দেখেনি।
২০২৩ সালের জুলাই মাসে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার উপস্থিতিতে ক্লাবের পারফরম্যান্স যেমন বদলে যায়, তেমনি বেড়ে যায় এমএলএসের জনপ্রিয়তা ও ব্র্যান্ড মূল্য।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ২৮ গোল, সঙ্গে যোগ করেছেন ১৪টি অ্যাসিস্ট। এখনো তিনিই দলটির প্রধান গোলদাতা এবং নির্ভরযোগ্য তারকা।
এদিকে মেসির সঙ্গে নতুন চুক্তির আভাস আগেই দিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস। সম্প্রতি তিনি বলেছিলেন, ‘আমরা যেকোনো কিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।’
আরডি