প্রথম ভালোবাসা যেন বুকের তোরঙ্গে যত্নে পুষে রাখা প্রীতিময় স্মৃতি কিংবা আলগোছে ভুলে যাওয়া পুরোনো অতীত। প্রথম প্রেমের উপাখ্যান মনের রাজ্যে বিস্তার ঘটায়। শৈশবে প্রেমে পড়লে ছেলেবেলার সেই প্রেম যেন হৃদয়ের গহীনে প্রতিবিম্ব হয়ে গেঁথে থাকে। স্মৃতি রোমন্থন করেন কখনো কখনো। জীবনে একাধিক বার প্রেমে পড়লেও প্রথম প্রেমের স্মৃতি মিষ্টি মধুরই হয়। আজ প্রথম প্রেম মনে করার দিন। তাহলে পুরোনো স্মৃতির অ্যালবাম একটু খুলে দেখতেই পারেন।
ইতিহাসে প্রথম প্রেমের গল্প বেশিরভাগই সাফল্যের বাইরে। বিখ্যাতরা ঘর-বাড়ি ছেড়েছেন ভালোবাসাকে পুঁজি করে। আবার কেউ কেউ হয়েছেন বনবাসী। তবে বর্তমানকে সামনে রেখে প্রথম প্রেমের গল্প আউড়ালে বিপদ হতে পারে। তা-ই বুঝে শুনেই পা ফেলুন!
আহা সেই প্রথম প্রেম! প্রথম ভালোবাসা! বুকের পাঁজরে যত্নে পুষে রাখা স্মৃতি। আজ তা উজাড় করে প্রকাশ করুন, মনে করুন। কৈশোরে অনুভূতি, ঘোরলাগা দৃষ্টি, বুকের ভেতর চিনচিনে মুহূর্ত। প্রবল সুখময় অথবা তীব্র বেদনার বিচ্ছেদের গল্প। কত কী যে জড়িয়ে থাকে সেই প্রথম প্রেমে। কিন্তু সেই সময়ের স্মৃতিটুকু ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে আমেরিকায় দিবসটির প্রথম প্রচলন হয়। তারপর থেকে প্রতিবছর আমেরিকাসহ বিভিন্ন দেশে উদযাপিত হয়ে আসছে দিবসটি। তবে এই দিবসটির পেছনের গল্প এখনও জানা যায়নি।
প্রথম ভালো লাগার মানুষটি যদি হয় আপনার সঙ্গী, তবে তাকে নিয়েই ভালোবাসার পুরোনো উপাখ্যানে ফিরে যেতে পারেন।
এইচএ