এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে পরাজিত করে শীর্ষস্থান নিশ্চিত করেই সুপার ফোরে জায়গা করে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
তবে গ্রুপ পর্বে মাঠের পারফরম্যান্সকে ছাড়িয়ে গিয়েছিল কিছু বিতর্ক। আগের ম্যাচে টস ও খেলা শেষে ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। পরবর্তীতে এ নিয়ে আইসিসিতে অভিযোগ দেয় পাকিস্তান।
এদিকে, নতুন করে আলোচনায় এসেছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঘিরে আরেকটি ইস্যু। পিটিআই-এর তথ্য অনুযায়ী, যদি ভারত ফাইনালে পৌঁছে এবং জয়ী হয়, তাহলে তারা ট্রফি নিতে অস্বীকৃতি জানাতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নকভির হাত থেকে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যকার প্রতিটি ক্রিকেট ম্যাচই চরম উত্তেজনার জন্ম দেয়। এশিয়া কাপেও এই ম্যাচটি সবচেয়ে আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। দুই দেশের সমর্থকরাও এই লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন।
আরডি