এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম

    মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম

    কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় পারিবারিক বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

    রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মুজিব কিল্লা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। নিহত দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে।

    স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, দোয়েলের সঙ্গে তাঁর দূর সম্পর্কের আত্মীয় সাদ্দামের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অভিযোগ উঠেছে, সেই বিরোধের জের ধরেই রবিবার রাতে সাদ্দাম অতর্কিতভাবে দোয়েলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার পরপরই গুলিবিদ্ধ দোয়েলকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং তদন্ত শুরু করি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি পারিবারিক দ্বন্দ্বের ফল। অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

    স্থানীয়রা জানান, দোয়েল একজন সহজ-সরল মানুষ ছিলেন। এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার নেপথ্যে থাকা মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…